ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

যুদ্ধের দশম দিনের মাথায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। ভারতীয় সময় সকাল ১১.৩০ মিনিটে যুদ্ধ বিরতি ঘোষণা করে রাশিয়া।

সাধারণ মানুষ যেন নিরাপদে বেরিয়ে আসতে পারে, সেই সময় দিল রাশিয়া। আজভ সাগরের তীরে মারিউপোলের বাসিন্দাদের দেশ ছাড়ার সুযোগ দিল রাশিয়া। তবে সাময়িকভাবে এই যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Comments are closed.