এবার থেকে ইউক্রেনীয়দের মৃত্যুর জন্য দায়ী থাকবে নেটো, তোপ জেলেনস্কির 

১০ দিনে পড়ল যুদ্ধ। আর এর মধ্যেই ‘বন্ধু’ নেটো-কে তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ফেসবুকে একটি বিবৃতি দিয়ে তিনি সাফ জানান, এরপর থেকে রুশ হামলায় ইউক্রেনীয়দের মৃত্যুর জন্য দায়ী থাকবে নেটো। কিন্তু হঠাৎ নেটোর বিরুদ্ধে সরব হলেন কেন ইউক্রেনের প্রেসিডেন্ট? 

জানা গিয়েছে, রাশিয়া যাতে আকাশপথে হামলা চালাতে না পারে তার জন্য নেটোর কাছে ইউক্রেনকে নো-ফ্লাই জোন বলে ঘোষণা করার আবেদন করেছিলেন জেলেনস্কি। কিন্তু তাঁর অভিযোগ, নেটো তাঁর সেই আবেদনে কর্নপাত করেনি। আর যার জেরে ফেসবুকে নেটোর তীব্র সমালোচনা করেন জেলেনস্কি।

যদিও আমেরিকার বিদেশমন্ত্রী জেলেনস্কির অভিযোগ প্রসঙ্গে বলেন, যদি ইউক্রেনের দাবি মেনে সেখানে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়, তাহলে ইউরোপ সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। যা এই মুহূর্তে কোনও ভাবেই কাম্য নয়। প্রসঙ্গত, ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা করার পরেও যদি রাশিয়া আকাশপথে হামলা চালাতো, তা হলে তা আন্তর্জাতিক আইন অমান্য করার সামিল হতো। 

নেটোর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেগে জেলেনস্কি আরও বলেন, নেটোর প্রতিনিধি দেশগুলো এমন যুক্তি দিচ্ছেন যে ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণা করা হলে তাহলে তা যেন রাশিয়াকে নেটোর বিরুদ্ধে উস্কে দেওয়া হবে। আসলে এই সিদ্ধান্তের মাধ্যমে নেটো নিজেদের দুর্বলতার প্রমাণ দিয়েছে।  

Comments are closed.