WB Election 2021: ক্যানিং পূর্বে বুথের সামনে বোমাবাজি, আহত এক তৃণমূল কর্মী, অভিযুক্ত ISF

আহত হয়েছেন ১ জন

বোমাবাজি ঘিরে তৃণমূল-আইএসএফ চাপানউতোর। উত্তপ্ত ক্যানিং পূর্ব কেন্দ্র।

দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব ঘুমরি ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে বুথের ১০০ মিটারের মধ্যে বোমাবাজি হয় বলে অভিযোগ। সূত্রের খবর, আহত হয়েছেন ১ জন। তাঁকে তৃণমূল কর্মী বলে দাবি করেছেন শওকত মোল্লা।

ভোটারদের ভয় দেখাতেই বোমাবাজি করেছে ISF বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূল প্রার্থী শওকত মোল্লার অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছিল তখন মাফিয়া ঈশা হক মোল্লার নেতৃত্বে ১০-১২টি বোম ছোঁড়া হয়। শওকত মোল্লার আরও অভিযোগ, সিপিএম ও আইএসএফ সন্ত্রাসের রাজত্ব তৈরি করতে চাইছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে।

বোমাবাজি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ IFS এর।

Comments are closed.