WB Election 2021 Result LIVE: শিলিগুড়িতে এগিয়ে বিজেপির শঙ্কর, তিন নম্বরে অশোক ভট্টাচার্য

গেরুয়া ঝড় বামদূর্গ শিলিগুড়িতে। ষষ্ঠ রাউন্ড গণনার শেষে অনেকটা পিছিয়ে শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। সেই সময়ই কার্যত হার স্বীকার করে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান অশোক ভট্টাচার্য।

শিলিগুড়িতে ৯ রাউন্ড গণনা শেষে দেখা যায় ৬১,৩২০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।

গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় অশোক ভট্টাচার্য বলেন, লোকসভা ভোটের ট্রেন্ড বজায় রেখেছেন মানুষ। সারা রাজ্যেই সংযুক্ত মোর্চার বিপর্যয় নেমে এসেছে।

ভোটের আগেই সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন এবারের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তাঁকে শিলিগুড়ি কেন্দ্র থেকে টিকিট দেয় বিজেপি। একদা অশোক ভট্টাচার্যের শিষ্য বলেই পরিচিত ছিলেন শঙ্কর ঘোষ। সেই কারণে এই কেন্দ্রে গুরু-শিষ্যের লড়াই দেখার জন্য অপেক্ষায় ছিল শিলিগুড়িবাসী। কিন্তু গণনা শুরু হতেই দেখা যায় এগিয়ে শঙ্কর ঘোষ।

Comments are closed.