WB Election 2021: হঠাৎ অসুস্থ মদন মিত্র, দিতে হল অক্সিজেন

ভোটের শেষবেলায় হঠাৎ অসুস্থ মদন মিত্র। বিকেলে নিজের নির্বাচনী কার্যালয়ে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল প্রার্থী। বুকে যন্ত্রণা শুরু হয় তাঁর। তড়িঘড়ি পার্টি অফিসে নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়া হয় তাঁকে। চলে আসেন চিকিৎসক। ফার্স্ট এইডের পর রক্তচাপ কিছুটা কমে মদন মিত্র।

শ্বাসকষ্টের সমস্যার কারণ জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। মদন মিত্র নিজে জানিয়েছেন, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন।

এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর ভোট দেন কামারহাটির তৃণমূল প্রার্থী। সাদা কুর্তার সঙ্গে সাদা পাজামা পড়েছিলেন মদন। চোখে কালো সানগ্লাস আর হাতে বাধা লাল কাপড়ের ব্যান্ড। কামারহাটির ১২ নং বুথে যান তিনি। অভিযোগ সেখানে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিচয় পত্র দেখতে চান বাহিনীর জওয়ানরা। নিজেকে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলে পরিচয় দেওয়ার পর তাঁর বুক পকেটে কী আছে জানতে চান জওয়ানরা। মদন উত্তর দেন, বুক পকেটে অ্যাটম বোম! এরপর তাঁর বুক পকেটে হাত ঢোকান কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান বলে অভিযোগ প্রার্থীর।

Comments are closed.