WB Election 2021: গুলি চালনার ভিডিও প্রকাশ করুক কমিশন, দাবি তৃণমূলের

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করার দাবি জানাল তৃণমূল। সদর দফতরে সাংবাদিক বৈঠকে সুব্রত মুখার্জি, সৌগত রায় জানান, তাঁরা ৩ টেয় চিফ ইলেকশন অফিসারের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানাবেন। অমিত শাহের ইস্তফার দাবিও জানিয়েছেন তৃণমূল নেতারা। 

সুব্রত মুখার্জির অভিযোগ, হার নিশ্চিত বুঝে অমিত শাহ মরিয়া হয়ে উঠেছেন। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুটের চেষ্টা করা হচ্ছে। সৌগত রায়ের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা ভোটের লাইনে দাঁড়ানো লোকেদের হুমকি দিচ্ছিল। প্রতিরোধ শুরু হতেই এগিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লাইনে দাঁড়ানো নিরস্ত্র মানুষকে টার্গেট করে গুলি করা হয়। তাতেই মৃত্যু, দাবি সৌগত রায়ের। 

রবিবার রাজ্যের প্রতিটি ওয়ার্ডে কালো ব্যাজ পড়ে অমিত শাহের পদত্যাগের দাবিতে প্রতিবাদ করবেন তৃণমূল কর্মীরা বলে জানা গিয়েছে।  

Comments are closed.