দেশবাসীকে ফ্রি টিকার দাবিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্য তথা গোটা দেশেবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন না দিলে ধারনায় বসবেন তিনি

বিনামূল্যে সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন দিতে হবে এবং কেন্দ্র ও রাজ্যের জন্য অভিন্ন জাতীয় টিকা নীতির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার।

তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্য তথা গোটা দেশেবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন না দিলে ধারনায় বসবেন তিনি। শুক্রবার রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করার জন্যেও কেন্দ্রকে চিঠি লিখেছেন মমতা ব্যানার্জি।
এবার কেন্দ্রের উপর আরও চাপ বাড়িয়ে দেশের শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার। দেশে এই প্রথম কোনও রাজ্য এই দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হল।

ভোট চলাকালীনই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে ১ মে থেকে ১৮ বছর এবং তার বেশি বয়সী সকলকে ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি ভ্যাকসিনের দামও প্রকাশিত হয়। দাম প্রকাশের পরেই তৃণমূল সহ অন্যান্য দল কেন্দ্র এবং রাজ্যের জন্য ভ্যাকসিনের ভিন্ন দাম নির্ধারণের তীব্র প্রতিবাদ জানায়। সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জী, পিনারাই বিজয়নরা কেন্দ্রকে কড়া ভাষায় চিঠি লেখেন। কেন্দ্রের টিকা নীতি অস্বচ্ছ এবং ফাঁপা বলেও তোপ দাগে তৃণমূল।

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। শনিবার সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ। বাংলার পরিস্থিতিও উদ্বেগজনক। অক্সিজেনের পাশাপাশি ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে একাধিক হাসপাতালে। কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন পাঠাচ্ছে না এই অভিযোগে আগেই সরব হয়েছিল তৃণমূল। এবারে পশ্চিমবঙ্গ সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে

Comments are closed.