মমতা ব্যানার্জি আজ দেশের নেতা, বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা কংগ্রেস নেতা কমলনাথের

মমতাকে বিরোধীদের মুখ হিসেবে তুলে ধরলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমলনাথ

মমতা ব্যানার্জি আজ আমাদের দেশের নেতা। বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের পর তিনি এই পর্যায়ে পৌঁছেছেন। শুধু প্রধানমন্ত্রী নন, সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে হারিয়ে জয়ী হয়েছেন। বাংলায় মমতা ব্যানার্জির প্রত্যাবর্তন নিয়ে বুধবার এই কথা কংগ্রেস নেতা কমলনাথের।

২০২৪ র লোকসভা নির্বাচনে কে হবে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ? এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, জবাবে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আমরা এখনও তা জানি না। ইউপিএ ঠিক সময়ে নির্বাচনী মুখ স্থির করবে। তারপরই মমতার ভূয়সী প্রশংসা করে কমলনাথ বলেন, মমতা ব্যানার্জিকে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, তাঁর মন্ত্রিসভা ছাড়াও সিবিআই, ইডি এবং আয়কর বিভাগের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এবং সেই লড়াইয়ে তিনি জয়ী। ওঁদের সবাইকে উড়িয়ে দিয়েছেন একা মমতা!

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার বিরুদ্ধে বিজেপির প্রতিবাদের কথা উল্লেখ করে কমলনাথ বলেন, বিজেপি নেতারা এখন বলতে চেষ্টা করছেন যে বাংলায় হিংসা হচ্ছে। আমি জানি হিংসার পথ অবলম্বন করা খুব ভুল সিদ্ধান্ত। তাই এ বিষয়ে মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা বলেছি এবং সবাইকে হিংসা থেকে দূরে থাকতে বলেছি। বাংলার ফল প্রকাশের পর দেশের তাবড় নেতারা মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার মমতাকে বিরোধীদের মুখ হিসেবে তুলে ধরলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমলনাথ।

Comments are closed.