মিলল স্বস্তির পূর্বাভাষ, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা।

অবশেষে রেহাই মিলল তীব্র দাবদাহ এবং প্রখর গরমের হাত থেকে। বৃষ্টি না হলেও মঙ্গলবার দুপুরের পর থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমানও ছিল অন্যান্য দিনের তুলনায় কম। আর্দ্রতার পরিমান কম থাকায় এবং আকাশ মেঘলা থাকায় গত কদিনের মতো অসহনীয়-প্যাচপ্যাচে গরমের পরিস্থিতির হাত থেকে এদিন দুপুরের পর কিছুটা মুক্তি পেয়েছেন শহরবাসী।

কিছুটা আশ্বাসের খবর শুনিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া অফিসও। আবহাওয়া দফতরের তরফে প্রকাশিত বু্লেটিনে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার রাজ্যের বেশ কিছু অংশে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়া হাওয়া। ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন অঞ্চলগুলিতেও। তবে রাজ্যের একাধিক জেলায় গত ক’দিনের তাপপ্রবাহের প্রকোপকে মাথায় রেখে স্কুলে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকবে। কলকাতার বেশ কয়েকটি বেসরকারি স্কুলও আগামী ক’দিন স্কুলে ক্লাস বন্ধ রাখার কথা জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.