পঞ্চমী থেকে নবমী ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি

রাতভর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়। তবে বৃহস্পতিবার মেঘলা আকাশ উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। বৃষ্টির আশঙ্কা নিয়ে পঞ্চমীতেই যত বেশি সংখ্যক প্যান্ডেলে ঢুঁ দিতে হবে, এই লক্ষ্যেই যেন জনপ্লাবন কলকাতার রাস্তায়। এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই কাটবে পুজো। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে নবমী থেকে বাড়তে পারে বৃষ্টি। ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের জোড়া ধাক্কায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে নবমী থেকে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার তেমন উন্নতি হওয়ার লক্ষণ নেই। পুজোর কয়েকটা দিনও বিক্ষিপ্ত বৃষ্টি থেকে রেহাই পাবে না কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম। পাশাপাশি, উত্তরবঙ্গের দিকে নিম্নচাপ সরে যাওয়ার ফলে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিন এভাবেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। এবার বঙ্গে বর্ষা ঢুকেছে বেশ দেরিতে। তাই বর্ষার শেষ লগ্নে ভাসতে পারে পুজোর আনন্দ।
এদিকে বৃষ্টির ভ্রূকুটি নিয়ে চতুর্থী থেকেই কলকাতার প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল নামে। পঞ্চমীর সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দর্শনার্থীদের ভিড়।

Comments are closed.