দোরগোড়ায় কড়া নাড়ছে শীত; লক্ষ্মী পুজোর দিন আবহাওয়া কেমন থাকবে! যা জানাল আবহাওয়া দফতর 

পুজো কেটেছে নির্বিঘ্নে। বৃষ্টি ব্যাঘাত ঘটায়নি। পুজো শেষ হতে না হতেই শীতের আমেজ টের পাচ্ছে রাজ্যবাসী। দশমীর পর থেকেই তাপমাত্রা কমছে একটু একটু করে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। লক্ষ্মী পুজোর দিনও আবহাওয়া শুষ্কই থাকবে মোটের ওপরে। তবে রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আবহাওয়া মোটামুটি মনরোম থাকবে। 

হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য গরম ও জলীয় বাষ্পের আধিক্যজনিত কারণে সামান্য অস্বস্তি হতে পারে আগামী দুই এক দিন। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং আগামী সাত দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই কলকাতায়। সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। 

শীত নিয়ে অনুষ্ঠানিকভাবে আবহাওয়া দফতর কিছু না জানলেও শীতের আর বেশি দেরি নিই। শীত কার্যত দরজায় কড়া নাড়ছে। রাত এবং ভোরের দিকে তাপমাত্রা বেশ কম থাকবে। 

Comments are closed.