বুধবারও বৃষ্টি দক্ষিণবঙ্গে, হওয়া অফিসের ঘোষণায় উদ্বেগে কলকাতা সহ একাধিক জেলার মানুষ

মঙ্গলবার হওয়া অফিস জানিয়েছিল, নিম্নচাপের অবস্থান পরিবর্তনের জেরে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে বুধবার আলিপুর আবহাওয়া দফতরের নতুন ঘোষণায় ফের আশঙ্কা বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের। 

বুধবার আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকঘন্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

এদিকে দু’দিন টানা বৃষ্টির জেরে ফের জলের তলায় পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গা। পুজোর আগের নিম্নচাপের জেরে কেলেঘাইয়ের জলে ভেসেছিল ভগবানপুর, পটাশপুর সহ বিস্তীর্ণ অঞ্চল। সেই জল কমতে না কমতেই ফের বৃষ্টিতে জলমগ্ন একাধিক অঞ্চল। 

হওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির হাত ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আসবে শীতের আমেজ। কালীপুজোর আগেই রাজ্যের দক্ষিণ অংশের তাপমাত্রা অনেকটা কমবে বলে জানা গিয়েছে। 

এদিকে লাগাতার ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। তিস্তা, তোর্সা, রায়ডাক নদীর জল অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া আতঙ্কের প্রহর গুনছে সেখানকার মানুষজন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। 

Comments are closed.