উত্তরে ভারী বর্ষণ থাকছেই,  দক্ষিণেও আর কিচ্ছুক্ষণের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস 

আর কিচ্ছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি নামতে চলছে। মঙ্গলবার হওয়া অফিসের তরফে এমনটাই জানানো হয়েছে। বৃষ্টি হলেও তা হাল্কা থেকে মাঝারি। হাওয়া অফিস সূত্রে খবর, জুন মাস পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা নেই। মেঘলা আকাশ, সেই সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যার ফলে আদ্রতাজনিত অস্বস্তি থাকছেই। 

এদিকে ঠিক উল্টো অবস্থা উত্তরবঙ্গে। মঙ্গলবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় এদিনও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধারাবাহিক বৃষ্টির জেরে উত্তরবঙ্গে নদীর জলস্তরও বেশ খানিকটা বেড়েছে। যার জেরে কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। 

উত্তরে বর্ষা দাপট দেখালেও, দক্ষিণে কার্যত দেখা নেই। বিকেলের দিকে আকাশে মেঘ করলেও সেই অর্থে বৃষ্টির দেখা নেই। মাঝে মধ্যে দু’এক পশলা বৃষ্টি হচ্ছে বটে। কিন্তু তাতে আদ্রতা জনিত অস্বস্তি দূর হচ্ছে না। দক্ষিণবঙ্গে বাসিন্দারা কার্যত চাতক পাখির মতো বর্ষার অপেক্ষা করছে। এই অবস্থায় আবহাওয়াবীদরা জানাচ্ছেন, জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে ভালোভাবে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। 

Comments are closed.