ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী! রাজ্যে শীতে কবে? যা জানাল হাওয়া অফিস 

ডিসেম্বর পড়ে গিয়েছে। রাজ্যবাসীর কাঙ্ক্ষিত শীতের দেখা নেই এখনও। দক্ষিণবঙ্গবাসীর মনে প্রশ্ন একটাই, কবে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে? এই অবস্থায় এখনও শীত নিয়ে আশার খবর দেয়নি হাওয়া অফিস। ঘটনাচক্রে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শুক্রবার উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। ৩ ডিসেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হবে। যে কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় তাপমাত্রা বাড়ছে। ওড়িশা সরকার ইতিমধ্যেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের জন্য সাতটি জেলাকে সতর্ক করেছে। সেই সঙ্গে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

এদিকে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানান হয়েছে। তবে ডিসেম্বরের চার তারিখের পর থেকে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

Comments are closed.