পুনর্বিবেচনার আবেদন মানল হাই কোর্ট, বুধবার জোড়া মামলার শুনানি

সন্ধ্যার জামিন কী করে রাতে জেল হেফাজত হয়ে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শীনি হাকিম। সেই প্রশ্নে না গিয়ে হাই কোর্টের সোমবার রাতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেন সুব্রত, ফিরহাদ, মদন, শোভনের আইনজীবীরা। মঙ্গলবার অভিযুক্তদের তরফে হাই কোর্টে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি, কল্যাণ ব্যানার্জি এবং সিদ্ধার্থ লুথরা। 

কলকাতা হাই কোর্ট সূত্রে খবর, মঙ্গলবার অভিযুক্তদের আইনজীবী কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা জানান, সোমবার রাতের শুনানি একতরফা ভাবে হয়েছে। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে চান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবেদন দায়ের করতে বলেন। জানান বুধবার সিবিআইয়ের মামলার সঙ্গেই এই আবেদনেরও শুনানি করবেন।

Comments are closed.