জ্বালানির জ্বালা থেকে কবে মুক্তি আমজনতার? কর ছাড় নিয়ে কেন্দ্রের ভাবনা কী? 

গত ৪ দিনে দেশের বড় শহরগুলিতে পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। দাম না কমলেও নতুন করে আর বাড়েনি। আর যা থেকেই দেশবাসীর একাংশের মনে আশা জেগেছে, এবার কী জ্বালানির জ্বালা থেকে কিছুটা রেহাই মিলবে? কর ছাড় দিয়ে কেন্দ্র কী কিছুটা সদয় হবে দেশবাসীর উপরে? কর ছাড় নিয়ে কী ভাবছে মোদী সরকার। 

সম্প্রতি এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে, কর ছাড় নিয়ে এখনই কিছু ভাবছে না কেন্দ্র। অর্থাৎ বর্তমানে পেট্রোল ডিজেলের দাম কমার কোনও সম্ভবনা নেই। জানা গিয়েছে, কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে কর কমিয়ে জ্বালানির দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছিল অর্থমন্ত্রককে। কিন্তু দেশের অর্থমন্ত্রক সেই প্রস্তাব নাকচ করেছে। অর্থাৎ এখনই যে মূল্য বৃদ্ধি থেকে রেহাই মিলছে না তা স্পষ্ট। 

পাঁচ রাজ্যের ভোট মেটার পর সেই যে পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে শুরু করেছে তা আর কমার লক্ষণ নেই। এই অবস্থায় সংসার চালাতে নাজেহাল হতে হচ্ছে মধ্যবিত্তকে। জ্বালানির দাম বাড়ার জেরে নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই দাম বাড়ছে হুহু করে। এদিন কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১১৫.১২ টাকা আর ডিজেল ৯৯.৮৩ টাকা। 

Comments are closed.