WhatsApp-এ এলো নতুন ফিচার! জেনে নিন কিভাবে ডিলিট হবে ৭ দিনের মেসেজ!

নতুন ফিচার নিয়ে এলো হোয়াটস আপ। সেখানে ৭ দিনের পুরনো মেসেজ করা যাবে ডিলিট। অর্থাৎ এই ফিচার থাকলে ৭ দিনের পুরনো মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। তবে এক মাত্র গ্রুপেই এই ফিচার ব্যবহার করা যাবে।স্বাভাবিকভাবে হোয়াটস আপে পাঠানো ছবি ফিচার, ডকুমেন্ট সব কিছুই আপনা আপনি সেভ হয়ে যাবে মোবাইল গ্যালারিতে।

ফিচারটি অন থাকলে পাঠানো মেসেজ সাত দিনের মধ্যেই ডিলিট হয়ে যাবে। কিন্তু সেটা আবার ক্লাউড স্টরেজে স্টোর হয়ে থাকবে যদি সেটা আবার অন করা থাকে। তবে ছবি ভিডিও ডকুমেন্ট পেতে গেলে আপনাকে গ্যালারি তে বা ক্লাউড স্টোরেজ এ অটো সেভ মোড অন করে রাখতে হবে।

তবে গ্রুপ ছাড়াও পার্সোনাল মেসেজ এই ফিচারটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে গ্রুপের মধ্যে কেবলমাত্র এডমিন সেটিকে অন করে ব্যবহার করতে পারবেন। অন্য কেউ এটি সময়সীমা বাড়াতে পারবে না।

Comments are closed.