গরমের ছুটি কবে শেষ হচ্ছে? শিক্ষা দফতরের কাছে জানতে চাইল পর্ষদ

২ মে রাজ্যে সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়েছিল। প্রায় ১ মাস হতে চলল ছুটি চলছে। ছুটি শেষে স্কুল কবে খোলা হবে জানতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবার চিঠি দিল স্কুল শিক্ষা দফতরকে। 

তীব্র গরমের কারণে ছুটি এগিয়ে এনেছিল শিক্ষা দফতর। গত ২ মে থেকে গরমের ছুটি শুরু হয়েছে। পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী আগামী ৪ জুন ছুটি শেষ হওয়ার কথা। ৫ জুন থেকে স্কুল খোলা হচ্ছে কিনা শিক্ষা দফতরের কাছে তা জানতে চেয়ে চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 

সাধারণত ২৪ মে রাজ্য সরকারের স্কুলগুলোতে গরমের ছুটি পড়ত। কিন্তু গরমের তীব্রতার কারণে ছুটিটি এগিয়ে ২ মে করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছুটির দিন ঘোষণা করেছিলেন। সেই সময়ে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এখনও শিক্ষা দফতরের তরফে কোনও নির্দেশিকা আসেনি। সে কারণেই এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুল খোলার তারিখ জানতে চেয়ে শিক্ষা দফতরকে চিঠি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শিক্ষা দফতরের তরফে পর্ষদকে চিঠি দিয়ে জানানো হয়েছে। পর্ষদের ছুটির তালিকা ৪ জুন স্কুল খুলছে কিনা এখন সেটাই দেখার।

Comments are closed.