কেন বার বার বন্ধ দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মধ্যে মেট্রো চলাচল? কী জানাচ্ছে কর্তৃপক্ষ 

বৃহস্পতিবারের পরে রবিবারও দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া মেট্রো পরিষেবা থেমে গিয়েছিল। কারণ হিসেবে জানানো হয়েছিল যান্ত্রিক গোলযোগ। দুপুর ১ টা ৫২ মিনিট থেকে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। রাত ৯ টা ৪০-এর শেষ পরিষেবা পর্যন্ত তা সারানো সম্ভব হয়নি। যার জেরে যাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়ে। কিন্তু কেন বারবার এই যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে? 

মেট্রো সূত্রে খবর, একটি যন্ত্র ভেঙে যাওয়ার কারণেই এই দুর্ভোগ। প্রতিটি AC রেক থার্ড লাইন থেকে থার্ড রেল কারেন্ট কালেক্টর(TRCC )নামে একটি যন্ত্র কারেন্ট কালেক্ট করে। রেকের নীচের দিকে থাকে এই যন্ত্রটি। এই TRCC ভেঙে পড়েছে থার্ড লাইনের ওপর। যে কারণে থার্ড লাইন ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে বিদ্যুৎ সংগ্রহের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। যেখান থেকেই এই বিভ্রাট। যদিও মেট্রোর তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না হয় সেদিকে নজর রাখছে মেট্রো কর্তৃপক্ষ। 

Comments are closed.