প্যানিক অ্যাটাক! ফের হাসপাতালে ভর্তি বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য

একা বাড়িতে থাকতে পারছেন না। হচ্ছে প্যানিক অ্যাটাক। ফের হাসপাতালে মীরা ভট্টাচার্য। মঙ্গলবার সকালেই উডল্যান্ডসে ভর্তি হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিকেলে সেই হাসপাতালে ভর্তি হলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। 

ক’দিন আগেই সস্ত্রীক করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। মীরা ভট্টাচার্যকে ভর্তি করা হয় উডল্যান্ডসে। বাড়িতেই চিকিৎসা চলে বুদ্ধদেব বাবুর। সোমবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন মীরা ভট্টাচার্য। মঙ্গলবার সকাল থেকেই অবনতি হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার। তাঁকে বাড়িতে রেখে চিকিৎসার ঝুঁকি নেননি ডাক্তাররা। অ্যাম্বুলেন্সে তাঁকে উডল্যান্ডসে আনা হয়। বর্তমানে তিনি সিসিইউতে রয়েছেন। আগের চেয়ে শরীর ভালো তবে সুস্থ নন। 

এদিকে পাম অ্যাভেনিউয়ের বাড়িতে বিশ্রামে ছিলেন মীরা ভট্টাচার্য। মঙ্গলবার দুপুর থেকে আবার অসুস্থ হয়ে পড়েন মীরা। সূত্রের খবর, তাঁর প্যানিক অ্যাটাক হচ্ছে। মেয়ে সুচেতনা মীরা ভট্টাচার্যকে নিয়ে উডল্যান্ডসে আসেন। ডাক্তাররা পরীক্ষা করেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীর। তারপর তাঁকে সেখানেই ভর্তি করে নেওয়া হয়। কন্যা সুচেতনা জানিয়েছেন, একা বাড়িতে থাকতে পারছিলেন না মীরা ভট্টাচার্য। 

প্রসঙ্গত, বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজ নিতে মঙ্গলবারই মীরা ভট্টাচার্যকে ফোন করেছিলেন মমতা ব্যানার্জি। সবরকম ভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.