স্বাধীনতা দিবসে বীর চক্র পাচ্ছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, নির্ভীক সাহসিকতাকে কুর্ণিশ দেশের

স্বাধীনতা দিবসে বীর চক্র পুরস্কার পাচ্ছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গত ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় ফিদায়েঁ জঙ্গি হামলার ঘটনার পাল্টা এয়ার স্ট্রাইক করে ভারত। গত ২৭ শে ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের এফ ১৬ জেটকে গুলি করে নামাতে গিয়ে নিজের মিরাজ যুদ্ধবিমান ক্র্যাশ করে। পাক মাটিতে পড়েন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তান সেনার হাতে বন্দি হন তিনি। বন্দি হওয়ার পরও নির্ভীক সাহসিকতার পরিচয় দেন উইং কমান্ডার। ভারতীয় সেনা সংক্রান্ত কোনও তথ্যই পাক সেনাকে জানতে দেননি বন্দি অভিনন্দন বর্তমান। পাকিস্তান সেনার একের পর এক প্রশ্নের মুখে তাঁর সাবলীল উত্তর আর হার না মানা মানসিকতার জন্য রাতারাতি ভারতীয়দের কাছে নায়কের মর্যাদা পান তিনি। বন্দি হওয়ার ৬০ ঘন্টা পর, ১ লা মার্চ ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন বছর ৩৬-এর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।

তামিলনাড়ুর এই উইং কমান্ডারের সাহসিকতার জন্য ১৫ ই অগাস্ট তাঁকে বীর চক্রে সম্মানিত করছে কেন্দ্রীয় সরকার।

Comments are closed.