রাজ্যে আসছে মাইক্রোসফট এবং উইপ্রো, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতার নজরুল মঞ্চে সবুজ বাঁচাও, পরিবেশ বাঁচাও কর্মসূচির পদযাত্রা শেষে এ কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উইপ্রো এবং মাইক্রোসফটের মতো বড় তথ্য প্রযুক্তি সংস্থা রাজ্যে এলে তা কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ সহায়ক বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রাজারহাটে তথ্য প্রযুক্তি শিল্পের জন্য রাজ্য যে সিলিকন ভ্যালি গড়ছে সেখানে ৫০ একর জমি নেবে উইপ্রো। তাদের এই ক্যাম্পাসে সরাসরি ১০ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান হবে বলে জানান তিনি।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন, মাইক্রোসফট এ রাজ্যে বিরাট কর্মযজ্ঞে সামিল হবে। রাজ্যে তন্তুবায় শিল্পের সঙ্গে যুক্ত ৬ লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট। এতে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন।
এদিন বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। সবুজ বাঁচিয়ে পরিবেশ রক্ষার পক্ষে সওয়াল করেন তিনি। পদযাত্রা শেষে নজরুল মঞ্চ থেকে উইপ্রো এবং ইনফোসিসের এ রাজ্যে আসার কথা ঘোষণা করেন তিনি।
Related Posts
Comments