ব্রিজ বিপর্যয়ের কয়েকদিনের মধ্যেই ঘোষণা হল গুজরাত বিধানসভা ভোটের নির্ঘন্ট

ব্রিজ বিপর্যয়ের কয়েকদিনের মধ্যেই ঘোষিত হল গুজরাত ভোটের দিনক্ষণ। আগামী ১ ও ৫ ডিসেম্বর দুদফায় গুজরাতে ভোট হবে। আর ভোটের ফলাফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

গুজরাত বিধানসভায় মোট ১৮২টি আসন রয়েছে। ভোট ঘিরে রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার চালাচ্ছে। এই মাসেই হিমাচল প্রদেশে বিধানসভা ভোট রয়েছে। হিমাচল প্রদেশে বিধানসভা ভোট ১২ নভেম্বর। ভোটগণনা ৮ ডিসেম্বর। হিমাচল প্রদেশের সঙ্গে গুজরাতেও ৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে।

কয়েকদিন আগেই গুজরাতের মোরবিতে ঝুলন্ত ব্রিজ ভেঙে পড়ে। মৃত্যু হয় প্রায় ১৫০ জনের। মেরামতির ৭ দিন পরে খুলে যায় ব্রিজ। আর এরপরেই হয় এই ঘটনা। অভিযোগ ওঠে ব্রিজ খোলার অনুমতি ছিলনা। তবুও কীভাবে খোলা হল ব্রিজ। এই নিয়ে প্রশ্ন ওঠে। নির্ধারিত দামের বেশি টাকা দিয়ে টিকিট বিক্রি হয়েছিল বলেও অভিযোগ ওঠে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থলে যান। হাসপাতালে ভর্তি থাকা আহতদের সঙ্গে কথা বলেন তিনি। এই ঘটনায় বিরোধী দলগুলির রোষের মুখে পড়ে গুজরাত সরকার। ভোটের আগে এই মোরবির ঘটনা গুজরাত ভোটে প্রভাব ফেলতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

Comments are closed.