৪ ডিসেম্বর আইন করে বন্ধ হয়েছিল সতীদাহ প্রথা, রামমোহন রায় স্মরণে সাইকেল র‍্যালির আয়োজন মহিলাদের

১৮২৯ সালের ৪ ঠা ডিসেম্বর রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল সতীদাহ প্রথা। এই দিনকে স্মরণ করে এক সাইকেল র‍্যালির আয়োজন করেছে মহিলারা। উত্তর কলকাতার রামমোহন বাসভবন থেকে শুরু হবে সাইকেল র‍্যালি। সকাল আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত চলবে এই র‍্যালি।

শনিবার সাইকেল র‍্যালি নিয়ে মহিলাদের বক্তব্য, রামমোহন রায়ের জন্যই স্বাধীনতা পেয়েছিল ভারতের মেয়েরা। রামমোহন রায়ের উদ্যোগে ওই দিনেই আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল সতীদাহ প্রথা। রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুমের উদ্যোগে এই সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হবে।

ফেসবুকে কলকাতা সাইকেল সমাজের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে পোস্টারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সাইকেল র‍্যালির কথা। এই র‍্যালিতে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের যোগাযোগে জন্য কয়েকটি নম্বর দেওয়া হয়েছে।

 

Comments are closed.