মহিলা সুরক্ষায় পথে নামল কলকাতা পুলিশের নয়া বাহিনী ওয়ারিওর্স, দেখুন ফটো গ্যালারি

বড়দিন থেকে নববর্ষ বরণ, মিঠেকরা শীতের আবহে বাঙালির উৎসবের মরসুম শুরু। পার্কস্ট্রিট থেকে শুরু করে নিউটাউনের ইকো পার্ক, চিড়িয়াখানা, সায়েন্স সিটিতে ক্রমেই বাড়ছে ভিড়। রাত যত বাড়বে, পাল্লা দিয়ে ততই ভিড় বাড়বে পার্ক স্ট্রিট, চায়না টাউনে। আর ভিড়ের বহর যত বাড়বে, ততোই কাজ বাড়বে পুলিশের। বর্ষশেষের শহরে নাগরিক সুরক্ষা আরও মজবুত করতে প্রতিবারই বিভিন্ন পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ। এবার বিশেষ করে নারী সুরক্ষার কথা মাথায় রেখে যাত্রা শুরু করল কলকাতা পুলিশের বিশেষ বাহিনী (Women Safety)। নাম দেওয়া হয়েছে ‘ওয়ারিওর্স’। মঙ্গলবার নবগঠিত বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন নগরপাল অনুজ শর্মা।

সোমবার লালবাজারে টহলদারি ব্যবস্থাকে আরও নিশ্চিদ্র করতে ৬৭টি নতুন গাড়ি নামানো হয়। তারমধ্যে ৪০টি স্কুটি এবং ২৭টি চার চাকার গাড়ি। এই গাড়িগুলিতে থাকছে অত্যাধুনিক সরঞ্জাম, এবং যোগাযোগ ব্যবস্থা।

শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে (Women Safety) এই গাড়িগুলিতে টহল দেবে ওয়ারিওর্স বাহিনী।

Comments are closed.