সুপ্রিম কোর্টের নির্দেশে কাশ্মীরের সিপিএম নেতা তারিগামিকে ভর্তি করা হল দিল্লির এইমসে

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার কাশ্মীরের গুরুতর অসুস্থ সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হল।
গত ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর উপত্যকার বহু রাজনৈতিক নেতার সঙ্গে সিপিএম নেতা তারিগামিকেও গৃহবন্দি করা হয়। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে বাধা পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ইয়েচুরিকে শর্তসাপেক্ষে শ্রীনগরে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। ফিরে এসে শীর্ষ আদালতে রিপোর্ট দেন ইয়েচুরি। এই প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি বোবদে ও বিচারপতি এস আব্দুল নাজিরের বেঞ্চ বলে, শ্রীনগরের শের-ই-কাশ্মীর হাসপাতাল ও দিল্লির এইমসের চিকিৎসকদের মধ্যে আলোচনা করে যত দ্রুত সম্ভব অসুস্থ প্রাক্তন সিপিএম বিধায়ককে দিল্লির এইমসে স্থানান্তরিত করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে সোমবার সকালে শ্রীনগর থেকে মহম্মদ ইউসুফ তারিগামিকে দিল্লিতে আনা হয়। সেখানে তাঁকে এইমসে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে একজন চিকিৎসক, এক আত্মীয় এবং এক পুলিশ অফিসার এদিন সকালে দিল্লি পৌঁছোন।

Comments are closed.