যুবশ্রী পার্ট ২, কর্মসংস্থানের লক্ষ্যে নতুন প্রকল্প রাজ্যের, স্বনির্ভর হতে বছরে ১ লক্ষ টাকা করে অর্থ সাহায্য

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের বেকার যুবকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবশ্রী প্রকল্পের পর এবার চালু হচ্ছে যুবশ্রী অর্পণ। বছরে ৫০ হাজার বেকার যুবক যাঁদের আইটিআই বা পলিটেকনিক ট্রেনিং রয়েছে অথবা যাঁরা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চান তাঁদের ১ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর। বুধবার হাওড়ার আরুপাড়ায় সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আইটিআই বা পলিটেকনিক থেকে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন বা যাঁরা ব্যবসা করে স্বনির্ভর হতে চান, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। একে যুবশ্রী প্রকল্পের ‘পার্ট টু’ বলা হচ্ছে। কারণ, যুবশ্রী প্রকল্পের মধ্যেই অন্তর্ভুক্ত হবে যুবশ্রী অর্পণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এতে আড়াই লক্ষ বেকার কাজ পাবেন।
রাজ্যের বেকারত্ব দূর করার জন্য মমতা যখন এই প্রকল্পের ঘোষণা করছেন, তখন রেকর্ড গড়ে দেশের বেকারত্ব পৌঁছেছে ৭.২ শতাংশে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। এদিন মমতা দাবি করেন, সারা দেশে যখন প্রায় দু’কোটি মানুষ কাজ হারিয়েছেন, লোকসভার তথ্য বলছে তৃণমূল সরকার তখন এ রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়ে এনেছে। সামগ্রিকভাবে দেশের বেকারত্বের হার বাড়ার জন্য সরাসরি মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.