দুয়ারে সরকার শিবিরের প্রথম পর্ব শেষ; পরিযায়ী শ্রমিকদের রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ল 

বাংলার বহু শ্রমিক ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যায়। বাংলার শ্রমিকরা যাতে রাজ্যের কাজ করতে পারে, তা নিয়ে একাধিক পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনিয়ে একাধিকবার বার্তা দিয়েছেন। সেই মতোই কত শ্রমিক ভিন রাজ্যে কাজে যায়, তার একটি ডেটাবেশ তৈরি শুরু করেছে রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে গিয়েই পরিযায়ী শ্রমিকরা তাদের নাম নথিভুক্ত করতে পারছে। ১৬ সেপ্টেম্বর দুয়ারে সরকার শিবিরের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। আর তাতেই রেকর্ড সংখ্যক পরিযায়ী শ্রমিকদের আবেদন পড়ছে বলে খবর।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবিরগুলোতে এখনও পর্যন্ত মোট ১২ লক্ষ পরিযায়ী শ্রমিকের আবেদন জমা পড়েছে। প্রতিবারের মতো এবারও দুয়ার সরকার শিবিরগুলোতে লক্ষাধিক মানুষ এসেছে বলে জানা গিয়েছে। প্রতিবারের মতোই সরকারি প্রকল্পের সুবিধা পেতে অসংখ্য আবেদন জমা পড়েছে শিবিরগুলোতে।

জানা গিয়েছে, সাতটি সরকারি প্রকল্পের জন্য সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম, বিনামূল্যে সামাজিক সুরক্ষা। যার জন্য আবেদন জমা পড়েছে ২৬ লক্ষ। ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন জমা পড়েছে ১২ লক্ষ এবং পরিযায়ী শ্রমিকদের জন্য আবেদন জমা পড়েছে ১২ লক্ষ ১৫ হাজার।

Comments are closed.