আগামী ১৫ দিন ফের হাওড়া-বর্ধমান শাখায় বাতিল ১৪ টি ট্রেন

ফের বাতিল থাকবে হাওড়া-বর্ধমান শাখার ট্রেন। ১৫ দিন ধরে বাতিল থাকবে ১৪ টি ট্রেন। নন ইন্টারলকিংয়ের পর এবার ওভারহেডের কাজের জন্য হাওড়া-বর্ধমান শাখার মধ্যে ১৫ দিন ধরে বাতিল থাকবে ১৪ টি ট্রেন। জানা গিয়েছে, হাওড়া থেকে প্রতিদিন ৭ টি আপ ট্রেন বাতিল থাকবে। ডাউন লাইনে বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত বাতিল থাকবে দুটি ট্রেন। পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর ও মাশাগ্রাম থেকে একটি করে ডাউন ট্রেন বাতিল থাকবে।

 

উল্লেখ্য, ডানকুনিতে নতুন টার্মিনাল গড়ার উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। এই নতুন টার্মিনাল দিয়েই চলবে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু ডানকুনি থেকে শিয়ালদহ পর্যন্ত লোকাল ট্রেন নিয়ে যাত্রীদের ক্ষোভ রয়েছে। এই বিষয়ে ডানকুনি লাইনে ট্রেন বাড়ানোর দাবি জানিয়ে ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পাঠিয়েছে নাগরিক সংগঠন সারা বাংলা সিটিজেন্স ফোরাম।স্মারকলিপিতে জানানো হয়েছে, সকাল ও সন্ধ্যাবেলায় অফিস টাইমে দুটি করে ট্রেন বাড়ানো হোক। এছাড়াও প্রতিটি ট্রেন ৯ কামরা থেকে বাড়িয়ে ১২ কামরা করার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বহুবার হাওরা-বর্ধমান শাখায় একাধিক বার বাতিল হয়েছে লোকাল ট্রেন। নন ইন্টারলকিং কাজের জন্য বাতিল হয়েছে বহু লোকাল ট্রেন। এরপর ফের বাতিল হল ট্রেন। দুর্ভোগের শিকার হবেন যাত্রীরা।

Comments are closed.