কলকাতা পুরভোটেও এবার ‘কাঁচা বাদাম’, ভূবন বাদ্যকারকে নিয়ে ভোট চাইতে বেরোলেন ১৪ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী 

‘কাঁচা বাদাম’ ঝড় যেন থামছেই না। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর এবারের ভোটের ময়দানেও পা রাখলেন ‘কাঁচা বাদাম’ গানের শ্রষ্ঠা ভূবন বাদ্যকার। সৌজন্যে কলকাতা পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। 

১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। হাতে আর কয়েকদিন মাত্র সময় রয়েছে। সব দলের প্রার্থীরাই কোমর বেঁধে নেমেছেন ভোট প্রচারে। আর প্রচারে এবার চমক দিলেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। শনিবার ‘কাঁচা বাদাম’র গায়ক ভূবন বাদ্যকারকে সঙ্গে নিয়ে নিয়ে নির্বাচনী প্রচার করলেন তিনি। এদিন ভূবনকে সঙ্গে ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যান অমল। নেট পারে জনপ্রিয় ভূবন বাদ্যকারকে দেখতে ব্যাপক ভিড়ও হয় এলাকায়। এদিন ১৪ নম্বর ওয়ার্ডের মুচিবাজার ও সংলগ্ন এলাকায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী।  

অমল চক্রবর্তী বলেন, বাকিদের মতো আমিও ফেসবুকে ওনার গান শুনেছি। দারুন লেগেছিল। তাই ওনাকে প্রচারে আমন্ত্রণ জানায়। প্রচারের সঙ্গে সঙ্গে উনি বাদামও বিক্রি করছেন। ফলে ওনারও লাভ হচ্ছে, আর ওঁকে সঙ্গে পেয়েও আমারও প্রচারে লাভ হচ্ছে। ভূবন বাদ্যকার বলেন, এই আমন্ত্রণ পেয়ে তিনি সম্মানিত। সেই সঙ্গে তিনি জানান, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একবার দেখা করতে চান।  তাঁর ইচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী একবার অন্তত তাঁর বাদাম খেয়ে দেখুক।    

Comments are closed.