বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে মৌসমকে চিঠি মালদহের ১৮ পঞ্চায়েত সদস্যের

রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ১৮ সদস্য তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন

একুশের নির্বাচনে ভরাডুবির পর মালদায় বড় ভাঙনের মুখে বিজেপি। এবার রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ১৮ সদস্য তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন।

তৃণমূল সূত্রে জানা গেছে, দলে ফিরতে চেয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূরের কাছে লিখিত আবেদন করেছেন।

মৌসম বেনজির নূর জানিয়েছেন, দল বদলুরা দলে ফিরতে চেয়েছেন। কিন্তু আলোচনার মাধ্যমেই তাঁদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হবে। দলে আলোচনা করে সিদ্ধান্ত হবে। এই প্রসঙ্গে মালদা জেলা বিজেপি সভাপতি গোবিন্দ্রচন্দ্র মণ্ডলের দাবি, জোর করে কাউকে দলে আনা হয়নি। আর এখনও জোর করে দলে আটকে রাখা হবে না।

পঞ্চায়েত ভোটে রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩০ টি আসনের মধ্যে ২৬ টি দখল করে তৃণমূল আর ৪ টি পেয়েছিল কংগ্রেস। পরে ওই ৪ জন যোগ দেন তৃণমূলে। কিন্তু বিধানসভা ভোটের আগে এই পঞ্চায়েত সমিতির ১৮ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। ভোট পর্ব শেষ হতেই বিজেপি থেকে তৃণমূলে ফেরার হিড়িক।

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু ভোট শেষ হতেই সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাসের মত প্রাক্তন বিধায়করা দলে ফিরতে চেয়েছেন।

Comments are closed.