পুরভোটের আগে শুভেন্দু-গড়ে ভাঙন বিজেপিতে, তৃণমূল যোগ দিলেন ২ জন প্রাক্তন কাউন্সিলর 

রাজ্য রাজনীতিতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ‘অধিকারী গড়’ বলেই পরিচিত। এবার সেই কাঁথিতেই গেরুয়া শিবির ত্যাগ করল ২ জন প্রাক্তন কাউন্সিলর। একুশের বিধানসভা ভোটের আগে ২ জনেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ছিলেন। 

একুশের ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁর ভাই কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারী সহ ১৫ জন বিদায়ী কাউন্সিলর। ওই দলেই সদ্য বিজেপি ত্যাগী দুই কাউন্সিলর ছিলেন। বিজেপি ত্যাগী এক প্রাক্তন কাউন্সিলর বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা বিজেপিতে গেলেও মন পড়েছিল তৃণমূল। সেই সঙ্গে তাঁর অভিযোগ, গেরুয়া শিবির তাঁদের ব্যবহার করেছে। 

এদিকে এ প্রসঙ্গে সৌম্যেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, কাউকেই জোর করে বিজেপিতে নিয়ে যাওয়া হয়নি। ওনারা তখন নিজের ইচ্ছেয় দলে যোগ দিয়েছিলেন। এখন মনে হচ্ছে তৃণমূলে ফিরলে ভালো হবে, ফিরে যাচ্ছেন। ওনাদের শুভেচ্ছা রইল। 

উল্লেখ, এদিনই সাংগঠনিক নির্বাচন শেষে মুখ্যমন্ত্রী দাবি করেছেন ৭ থেকে ৮ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চেয়েছে। এদিন কার্যত তাঁদের দলে নেওয়ার বার্তাও দেন মমতা ব্যানার্জি। 

Comments are closed.