রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর, আরও ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর 

রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর। বড় দিনের আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ডিএ বৃদ্ধির কারণে রাজ্যের খরচ হতে চলেছে ২ হাজার ৪০০ কোটি টাকা। ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মীরা। 

বৃহস্পতিবার পার্কস্ট্রিটে ১৩ তম বড়দিন উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আজকের এই বিশেষ দিনে বিশেষ একটি ঘোষণা করছি। রাজ্য সরকারের কর্মীদের জন্য এটা আমার বড় দিনের উপহার। সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মী থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মীরা আগামী ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে এই ডিএ পাবেন। এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ২ হাজার ৪০০ কোটি টাকা।  

Comments are closed.