স্বাধীনতা দিবসে লেহ-তে ধোনির হাতে জাতীয় পতাকা উত্তোলন, খবর সেনা বাহিনী সূত্রে

৭৩ তম স্বাধীনতা দিবসে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ-তে জাতীয় পতাকা উত্তোলন করবেন মহেন্দ্র সিংহ ধোনি।
গত মঙ্গলবারই জম্মু-কাশ্মীর রাজ্যকে ভেঙে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে, যার মধ্যে একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, যেখানে কোনও বিধানসভা থাকছে না। সংবাদমাধ্যম ও সেনা সূত্রে খবর, লাদাখের লেহ শহরে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করবেন মহেন্দ্র সিংহ ধোনি। সূত্রের খবর, ১০৬ নম্বর প্যারাশুট রেজিমেন্টে কর্মরত ধোনি ১০ অগাস্ট তাঁর ব্যাটেলিয়নের সঙ্গে লেহ চলে গিয়েছেন।
গত ৩১ শে জুলাই থেকে ১৫ ই অগাস্ট পর্যন্ত সেনাবাহিনীর কাজে সাম্মানিক লেফটেন্যান্ট মহেন্দ্র সিংহ ধোনির পোস্টিং হয়েছে কাশ্মীরে। সেখানে অন্যান্য সেনা জওয়ানের মতো পাহারা ও টহলদারির দায়িত্বে রয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক।
২০১১ সালের ১ নভেম্বর ধোনিকে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের পদ দেওয়া হয়েছিল। ২০১৫ সালে সেনার আগ্রা ট্রেনিং ক্যাম্প থেকে প্যারাশুট ট্রেনিংয়ের পর প্যারাশুট বাহিনীভুক্ত সেনার মর্যাদা পান ধোনি। ২০১৯ বিশ্বকাপের পরই সেনাবাহিনীর কাজে নেমে পড়েছেন টি টোয়েন্টি এবং একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

Comments are closed.