তেলের দাম ঊর্ধ্বমুখী, লিটার প্রতি দাম বাড়তে পারে ৫ টাকা, ধস শেয়ার বাজারে

সৌদি অ্যারামকোর তেল শোধনাগারে জঙ্গি হামলার পর দুনিয়াজুড়ে বাড়ছে তেলের দাম। যার প্রভাব পড়বে ভারতেও। আগামী কয়েকদিনের মধ্যে লিটার প্রতি ডিজেল ও পেট্রলের দাম বাড়তে পারে ৫ টাকা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এর জেরে মধ্যবিত্তের মাথায় হাত।

কোটাক ইন্সটিটিউশনাল ইকুইটিজের আশঙ্কা, সৌদি আরবের তেল শোধনাগারে জঙ্গি হামলার জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০ ডলার বাড়লে, ভারতেও লিটার প্রতি ৫ থেকে ৬ টাকা বাড়তে পারে তেলের দাম। পেট্রল ও ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হলে পণ্য পরিবহনের খরচ বাড়ে। ফলত মূল্যবৃদ্ধি মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা। এদিকে এয়ার ইন্ডিয়ার আশঙ্কা, উড়ান পরিষেবায় জ্বালানির খরচ ১০ শতাংশ বাড়লে মাসে ৫০ কোটি টাকা খরচ বাড়বে তাদের। এই পরিস্থিতিতে জ্বালানী তেলের দাম লিটারে ৫ টাকা বেড়ে গেলে, কীভাবে অবস্থা সামাল দেওয়া যাবে তা নিয়ে এখন গভীর চিন্তায় মধ্যবিত্ত।

এদিকে তেলের দাম আকাশ ছোঁয়ার আশঙ্কার মধ্যেই ধস নেমেছে শেয়ার বাজারেও। সেনসেক্স ৬৯৮ পয়েন্ট পড়েছে। দিনের শেষে সেনসেক্স ৩৬,৪২৫। ১৮০ পয়েন্ট পড়েছে নিফটিও।
বিশেষজ্ঞদের মতে, শনিবার সৌদি অ্যারামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার জেরে বিশ্ববাজারের অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলারের তুলনায় টাকার দাম আরও দুর্বল হওয়ার ব্যাপক প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক মন্দার জেরে আগামী কয়েক দিনে শেয়ার বাজারে আরও ধস নামতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Comments are closed.