মহাগুরুর পাল্টা ধন্যি মেয়ে! মমতা ব্যানার্জির হয়ে প্রচারে নামছেন জয়া বচ্চন। রবিবার রাতে তিনি কলকাতা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ ডেরেক ও’ব্রায়ান।
তৃণমূল সূত্রে খবর, জয়া বচ্চন সোমবার বিকেলে টালিগঞ্জে অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করবেন। এছাড়াও একাধিক রাজনৈতিক সমাবেশে বক্তৃতা করবেন জয়া। মমতা ব্যানার্জির সঙ্গে প্রচারে অংশ নেবেন অমিতাভ বচ্চনের স্ত্রী। জানা যাচ্ছে, ৭ এপ্রিল পর্যন্ত শহরেই থাকবেন জয়া বচ্চন।
মমতা ব্যানার্জির সঙ্গে জয়া বচ্চনের সুসম্পর্ক নতুন নয়। এর আগেও মমতার ডাকে সাড়া দিয়ে ফিল্ম ফেস্টিভালে বাংলায় এসেছেন জয়া। ক’দিন আগেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মমতার পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এবার সেই পার্টির সাংসদ জয়া বচ্চন নিজেই মমতার হয়ে প্রচার করতে চলে এলেন বাংলায়।
Comments are closed.