২৪ এর লড়াই শুরু! সোশ্যাল মিডিয়া দাপাচ্ছে #IndiaWantsMamataDi ট্রেন্ড
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টুইটারে আগুন জ্বালছে ট্রেন্ড। নেটিগরিকরা বোঝাতে চেয়েছেন বাংলা ছাড়াও এবার ভারত চাইছে বাংলার মমতা দি’কে
২০২৪ সালে মোদীর পাল্টা মুখ কি মমতা ব্যানার্জি? একুশের ভোটে বিজেপিকে উড়িয়ে দিয়ে সেই দৌড়ে আপাতত সকলের আগে বাংলার মেয়ে। এবার মমতা ব্যানার্জিকে জাতীয় মুখ করে তোলার দাবি উঠল ট্যুইটারে। শুধু দাবিই উঠল না, তা রীতিমতো ট্রেন্ড করল দিনভর।
#ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি সোশ্যাল মিডিয়া জুড়ে প্রবল ট্রেন্ড এটাই। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টুইটারে আগুন জ্বালছে ট্রেন্ড। নেটিগরিকরা বোঝাতে চেয়েছেন বাংলা ছাড়াও এবার ভারত চাইছে বাংলার মমতা দি’কে।
সেখানে জনৈক নেটিজেন একটি মিম পোস্ট করে লিখেছেন, ভারত নয়, মোদি আর যোগীও চান মমতা দিদিকে! ছবিতে দেখা যাচ্ছে মোদি আর যোগী বাংলা নিজের মেয়েকে চায় পোস্টার লাগাচ্ছেন দেওয়ালে। খেলা হবে স্লোগানকে কাজে লাগানোর কথাও বলা হয়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে।
Not just #IndiaWantsMamataDi but even Modi and Yogi themselves want #MamtaDi.
Have a look at their dedication 😆
Seems like #KhelaHobe once again in 2024. pic.twitter.com/yXmDHNCmdp
— An Indian🇮🇳🇮🇳 (@real_farooque07) May 27, 2021
ভোটের আগে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান দিয়ে ঝড় তুলেছিল তৃণমূল। ভোট মিটেছে। একুশের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। এবার সেই স্লোগানকেও ছাপিয়ে যাওয়ার পথে ট্যুইটারের নয়া ট্রেন্ডিং #ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি।
বাংলায় বিপুল জয়ের পর মোদী বিরোধী মুখ হিসেবে একেবারে সামনে চলে এসেছেন তৃণমূলনেত্রী। এমনকী রাহুল গান্ধী-সোনিয়া গান্ধী পর্যন্ত মমতাকে অভিনন্দন জানিয়েছেন। যেখানে তাঁদের দল কংগ্রেস বাংলার ভোটে লড়েছে তৃণমূলের বিরুদ্ধে। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত অনেকদিন আগেই মোদীর বিরুদ্ধে মমতাকে প্রজেক্ট করে রেখেছেন। এবার ক্রমশ সেই স্বর গতি পাচ্ছে। তারই হাতেগরম প্রমাণ ট্যুইটারে #ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি ট্রেন্ডিং।
Comments are closed.