খেলতে গিয়ে গভীর কূপে পড়ে গেল ৬ বছরের শিশু, কূপের মধ্যেই দেওয়া হল অক্সিজেন

খেলতে গিয়ে গভীর কূপের মধ্যে পড়ে গেল এক শিশু। মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডাভি গ্রামে ৬ বছরেরে এক শিশু খেলতে গিয়ে কূপের মধ্যে পড়ে যায়। জখম শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে এই ঘটনার পর গ্রামের বাসিন্দারা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানায়। ছুটে আসে উদ্ধারকারী দল। এই খবর যায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের কাছে। একটি টুইট করে তিনি বলেন, একটি ৬ বছরের শিশুর কূপে পড়ে যাওয়ার ঘটনা দুঃখজনক। শিশুটির সুস্থতা কামনা করেন তিনি। স্থানীয় প্রশাসনকে সবরকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

রাতেই শিশুটি যেন শ্বাসপ্রশ্বাস নিতে পারে, সেই কারণে কূপের মধ্যে অক্সিজেন সরবারহ করার ব্যবস্থা করা হয়। গভীর কূপে একটি ক্যামেরা ঢোকানো হয়। এরআগে মে মাসে পাঞ্জাবের হোসিয়ারপুর এলাকায় একটি গভীর কূপে পড়ে গিয়েছিল এক শিশু। ভারতীয় সেনা এবং এনডিআরএফের যৌথ চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করার। ওই শিশুটি মাঠে খেলছিল। একটি কুকুর শিশুটিকে তাড়া করে। আতঙ্কে শিশুটি দৌড়াতে শুরু করে। এরপর কূপের মধ্যে পড়ে যায়।

Comments are closed.