ভোট পেছনো নিয়ে কোর্টের কথা শোনা হয়নি, কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের আইনজীবীর

ফের পুরভোট নিয়ে মামলা দায়ের হল হাইকোর্ট। এবার রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন এক আজনজীবী। মামলাকারীর দাবি, কোর্ট কমিশনকে বলেছিল চার থেকে ছয় সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়া হোক, কিন্তু কমিশন তিন সপ্তাহ ভোট পিছিয়েছে। এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টকে অবমাননা করেছে বলে অভিযোগ মামলাকারীর। 

বিক্রম ব্যানার্জি নামে মামলাকারী ওই আইনজীবীর বক্তব্য, কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে আদালত চার থেকে ছয় সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু কমিশন তা করেনি। আরও জানা গেছে, কেন আদালতের কথা শোনা হয়নি, তা জানতে চেয়ে কমিশনের কাছে নোটিস পাঠান মামলাকারীর। সেই সঙ্গে জবাব দেওয়ার জন্য সাতদিন সময় দেন তিনি। নোটিসে আইনজীবী বলেন, সাত দিনের মধ্যে কমিশন উপযুক্ত জবাব না দিলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। সেই মতো এদিন মামলা দায়ের করেন বিক্রম। 

যদিও আইনজীবীদের একাংশের মতে, আদালত  পুরভোট পেছনো নিয়ে কমিশনকে কোনও নির্দেশ দেয়নি। আদালত জানিয়েছিল ভোট পেছনো যায় কিনা তা ভেবে দেখুক কমিশন। তাই এক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ যুক্তিযোগ্য নয়। কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়ে ছিল আদালত, সেই মতো কমিশন পুরভোট নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। 

Comments are closed.