আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দে মেসিকে গাছের পাতার মধ্যে ফুটিয়ে তুললেন এক ভক্ত

শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। জয়ী হয়েছে আর্জেন্টিনা। কাপ হাতে নিয়ে স্বপ্ন সত্যি করেছেন মেসি। আনন্দে মেতে উঠেছেন মেসি ভক্তরা। আর বাংলায় আর্জেন্টিনা ও মেসি ভক্তের সংখ্যা প্রচুর। ঠিক তেমন একজন ভক্তের নাম রূপম মুখার্জি। আসানসোলের বার্নপুর রোডের ডলিলজ এলাকার বাসিন্দা রূপম মুখার্জি মেসির হাতে বিশ্বকাপ ওঠার পরেই আনন্দে একটি পাতার মধ্যে ফুটিয়ে তুলেছেন মেসিকে। পেশায় অঙ্কন শিক্ষক তিনি।

অশ্বত্থ পাতার মধ্যে মেসির নানান ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। মেসিকে শ্রদ্ধা জানাতেই এই প্রয়াস শিল্পীর বলে জানিয়েছেন। তবে শুধুমাত্র মেসি নন, তাঁর শিল্পকলায় ফুটে উঠেছে বিভিন্ন ফুটবলারদের ছবি। ফুটবল শুরুর পর থেকে প্রিয় ফুটবলারদের ছবি গাছের পাতার মধ্যে ফুটিয়ে তুলেছেন তিনি। আর সেই তালিকায় প্রথমে নাম রয়েছে আর্জন্টিনার তারকা মেসির।

তিনি জানিয়েছেন, কোভিডের সময় অনেকে বাড়িতে থাকাকালীন নিজেদের নানান প্রতিভা ফুটিয়ে তুলেছিলেন। তিনিও নানান কাজ করেছিলেন সেই সময়। কিন্তু কোভিড চলে যাওয়ার পরেও সেই কাজ চালিয়ে গিয়েছেন। বিভিন্ন উৎসব হোক বা বিশেষ প্রিয় কোনও মানুষ, পাতার মধ্যে ফুটিয়ে তোলেন তিনি। আর ফুটবল জ্বরে যখন আক্রান্ত গোটা দুনিয়া। থেমে থাকেননি রূপম মুখার্জি। তিনি বেছে নিয়েছেন অশ্বত্থ পাতা। সেই পাতায় ফুটিয়েছেন পছন্দের ফুটবলারদের ছবি। যা দেখতে ভিড় জমিয়েছেন আশেপাশের এলাকা থেকে বহু মানুষ। কেউ এসে আবদার করছে একটা সেলফির জন্য। আবার কেউ চেয়ে নিচ্ছেন নিজের পছন্দের ফুটবলারের ছবি। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদেরও।

Comments are closed.