5G প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চান? সুযোগ দিচ্ছে আইআইটি খড়গপুর বিশ্ববিদ্যালয় 

নেটওয়ার্কের দুনিয়ায় বর্তমানে 5G রমরমার। সেই 5G প্রযুক্তি নিয়ে এবার পড়ার সুযোগ দিচ্ছে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। প্রতিষ্ঠানের তরফে, 5G প্রযুক্তিবিদ্যার ওপরে স্বল্প সময়ের জন্য একটি কোর্স চালু করা হয়েছে। কোর্সটির নাম রাখা হয়েছে, ‘5G অ্যান্ড বিয়ন্ড ইন স্মার্ট ম্যানুফ্যাকচারিং’। 5G প্রযুক্তির মধ্যমে উৎপাদন শিল্পে আরও উন্নতমানের পণ্য কীভাবে তৈরির সম্ভব সে বিষয়ে নিয়ে কোর্সটি বলে জানানো হয়েছে।

কোর্সটির মেয়াদ চার দিন। চার দিনের মধ্যেই কোর্সটি শেষ হবে। কোর্সটি শুরু হবে ৪ সেপ্টেম্বর ২০২৩-এ। এবং শেষ হবে চারদিন পর ৮ সেপ্টেম্বর। 5G প্রযুক্তির ওপর অভিজ্ঞ শিক্ষকরা কোর্সটি করাবেন। সেন্টার অফ এক্সিলেন্স ইন অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে ক্লাস করানো হবে।

কোর্সের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়া এবং দুই থেকে পাঁচ বছরের পেশাদার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রযুক্তি বিদ্যার অধ্যাপক অধ্যাপিকারাও কোর্সটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোর্সটিতে ভর্তির বিষয়ে বিশদে খরগপুর আইআইটি’র ওয়েবসাইটে গিয়ে জানা যাবে।

Comments are closed.