ভোট ঘোষণার পর পশ্চিম মেদিনীপুরে প্রথম রোড শো করলেন অভিষেক ব্যানার্জি। আর সেই ঘাটাল থেকেই সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তিনি।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর আসল খেলা শুরু হবে। এদিন শুভেন্দুর নাম না করে অভিষেকের পাল্টা, আদর্শ আচরণবিধি শুরু হয়ে গিয়েছে, কী করার করে দেখান।
নির্বাচন ঘোষণার পর ঘাটালের নিমতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত দিদির দূত লেখা গাড়িতে রোড-শো করেন যুব তৃণমূল সভাপতি। রোড শো শেষে গাড়ি থেকেই বক্তব্য রাখেন। শুভেন্দুকে আক্রমণের পাশাপাশি এদিন অভিষেকের ঘোষণা ৮ দফার বদলে ৩১ দফায় ভোট করলেও বিজেপির জামানত বাজেয়াপ্ত করে ছাড়ব। সিবিআই প্রসঙ্গেও ফের একবার সরব হন তিনি। এজেন্সি দিয়ে তাঁকে থামানো যাবে না বলেও দাবি তাঁর।
ঘাটালের মানুষের কাছে তৃণমূল সাংসদের আবেদন, আপনারা ১৫-০ করুন। গোটা রাজ্যে ২৫০ এর বেশি সিট পাবে তৃণমূল। অন্যান্য সভার মত এদিনও দলবদলুদের একহাত নেন অভিষেক। সেই সঙ্গে শুভেন্দুরকে ইঙ্গিত করে অভিষেকের দাবি, মেদিনীপুর কারও পৈতৃক সম্পত্তি নয়, মেদিনীপুরের মাটি মেদিনীপুরের মানুষের।