দিল্লির কর্মসূচির দিন ED’র তলব; ওরা ‘ভীত’-‘সন্ত্রস্ত’ পাল্টা কটাক্ষ অভিষেকের 

আগামী ২ এবং ৩ সেপ্টেম্বর, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূলের। সেই কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। আর এর মধ্যেই ৩ সেপ্টেম্বর অভিষেক ব্যানার্জিকে ফের একবার তলব করেছে ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। যা নিয়ে এদিন ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নিলেন অভিষেক ব্যানার্জি। 

আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে অভিষেক ব্যানার্জিকে আসতে বলা হয়েছে। বৃহস্পতিবার সেই তলবের চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল সাংসদ। সেই সঙ্গে লেখেন, ৩ অক্টোবর বাংলার প্রাপ্য টাকার দাবিতে দিল্লিতে আন্দোলন করবে তৃণমূল। আর সেদিনই আমায় তলব করা হল। এটা থেকে পরিষ্কার যে ঠিক কারা উদ্বিগ্ন, ভীত এবং সন্ত্রস্ত। 

এখানেই থামেননি অভিষেক ব্যানার্জি। চলতি মাসের গোড়ায়ও অভিষেক ব্যানার্জিকে তলব করেছিল তদন্তকারী সংস্থা। ইন্ডিয়া জোটের সম্বনয় কমিটির বৈঠকের দিন অভিষেক ব্যানার্জিকে সেবারে তলব করা হয়েছিল। বৈঠকে না থেকে হাজিরা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। এদিন সে সম্পর্কেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ। 

Comments are closed.