নজরে পঞ্চায়েত ভোট; জঙ্গলমহলের নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক 

আসন্ন পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যজুড়ে বুথস্তর পর্যন্ত সংগঠন মজবুত করতে তৎপর তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে এবার নজরে জঙ্গলমহল। জঙ্গলমহলের তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সীও। রাজনীতির কারবারিদের মতে পঞ্চায়েত ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পঞ্চায়েতে ভোটের পরেই লোকসভা। সেদিক থেকে পঞ্চায়েত ভোটের বাড়তি গুরুত্ব রয়েছে। যার ফলে ভোটের আগে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে ঘাসফুল শিবির। গত পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে ফলাফল ভালো হলেও ২০১৯-এর লোকসভা ভোটে বেশ কিছুটা ধাক্কা খায় তৃণমূল। যদিও একুশের বিধানসভা ভোটে তা অনেকটাই সামলে উঠেছে তৃণমূল। এই অবস্থায় মূলত লোকসভা ভোটের দিকে তাকিয়ে পঞ্চায়েত ভোটকে নিয়ে তোড়জোড় শুরু করল ঘাসফুল শিবির। 

ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট নিয়ে দলকে একাধিক বার্তা দিয়েছেন অভিষেক। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে সাফ জানানো হয়, পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিকেই জোর দেবে দল। সেই সঙ্গে কাজের ভিত্তিতেই প্রার্থী করা হবে বলে সাফ জানিয়েছে তৃণমূল। 

Comments are closed.