আজ ট্রেলার দেখালাম, আগামী দিনে দিল্লিতে আন্দোলন; শহীদ মিনার থেকে হুঙ্কার অভিষেকের 

রাজ্যের পাওনার দাবিতে এবার দিল্লিতে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার শহীদ মিনারে তৃণমূলের ছাত্র-যুবর মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জির হুঙ্কার, আজ শুধু ট্রেলার দেখলাম। আগামী দিনে দিল্লিতে আন্দোলন হবে। 

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বুধবার থেকে ৩০ ঘন্টার ধর্না শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। একই ইস্যুতে শহীদ মিনারে তৃণমূলের ছাত্র যুবর সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্রকে একের পর এক তোপ দাগলেন অভিষেক ব্যানার্জি। একশো দিনের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনার পাওনা। একের পর এক ইস্যুতে এদিন মোদী সরকারকে তুলধনা করেন তৃণমূল সাংসদ। সেই সঙ্গে অভিষেক সাফ জানিয়ে দেন, আগামী দিনে বাংলার পাওনার দাবিতে দিল্লিতে আন্দোলন হবে। দিল্লি অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন অভিষেক ব্যানার্জি। তাঁর দাবি, ২ বছরে মোট ১০৬টি প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্র। 

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়েও এদিন ফের একবার বিজেপিকে তোপ দেগেছেন অভিষেক ব্যানার্জি। তাঁর কথায়, রাহুল গান্ধীর একটি বক্তব্যের জন্য যদি তাঁর সাংসদ পদ খারিজ হয়, তাহলে একুশের ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী ‘দিদি দিদি’ বলে  ব্যঙ্গ করেছিলেন। মহিলাদের ব্যঙ্গ করার জন্য প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন? 

Comments are closed.