দিদি লক্ষ্মী ভাণ্ডারে বছরে ১২ হাজার দিচ্ছেন, মোদী আধার প্যানের নামে ১ হাজার নিচ্ছেন, কাকে ভোট দেবেন ঠিক করুন: অভিষেক
শুক্রবার চতুর্থ দিন পড়ল অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রা। এদিন জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের মাটিয়ালি ব্লকে জনসভা করেন তিনি। এদিনের জনসভা থেকেও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জনতার উদ্দেশ্যেই প্রশ্ন ছুঁড়ে দেন, কাকে তাঁরা বেছে নেবেন। অভিষেক ব্যানার্জির কথায়, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে, ধর্মকে সামনে রেখে নয়। তৃণমূল সাংসদের দাবি, এক দিকে বাংলার মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারে বছরে ১২ হাজার টাকা দিচ্ছেন। অন্য দিকে প্রধানমন্ত্রী আধার-প্যান লিঙ্কের নাম করে ১ হাজার নিয়ে নিচ্ছেন। এক দিকে দিদি দিচ্ছেন, অন্য দিকে মোদী নিচ্ছেন। কাকে ভোট দেবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।
এদিনের জনসভা থেকেও তৃণমূলের নবজোয়ার কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন তৃণমূল সাংসদ। জনতার উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত চান কি? মহাত্মা গান্ধী যে পঞ্চায়েত তৈরির স্বপ্ন দেখেন সেই পঞ্চায়েত চান? এরপরেই অভিষেক ব্যানার্জি বলেন, বন্ধ ঘরে পঞ্চায়েতের প্রার্থী ঠিক হবে না। রাজনৈতিক হিংসায় ইতি টানার নামই তৃণমূলে নবজোয়ার।
Comments are closed.