পঞ্চায়েত মানে দুর্নীতি, গা-জোয়ারি,১৯৭২ থেকে চলা প্রথা ভাঙতে এসেছি; অভিষেক 

দ্বিতীয় দিনে পড়ল তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রা। আর দ্বিতীয় দিনের জনসভা থেকেও স্বচ্ছ পঞ্চায়েত গঠনের পক্ষে জোরদার সওয়াল করলেন অভিষেক ব্যানার্জি। বুধবার কোচবিহার উত্তরে জনসভা করেন তিনি। আর সভামঞ্চ থেকে তৃণমূল সাংসদের তাৎপর্যপূর্ণ বার্তা, পঞ্চায়েত মানেই দুর্নীতি, গা-জোয়ারি। ১৯৭২ সাল থেকে চলে আসা এই প্রথা ভাঙতেই আমি অপনাদের কাছে এসেছি। 

পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়েও এদিন অভিষেক ব্যানার্জি ফের একবার বলেন, এতদিন প্রার্থী বাছাইয়ের জন্য জেলা থেকে দলগতভাবে কিছু নাম সুপারিশ করে পাঠানো হত। রাজ্য নেতৃত্ব বন্ধ ঘরে বসে সেই প্রার্থীর নাম ঠিক করতেন। কিন্তু আমরা সেই পুরোনো প্রথা থেকে একধাপ এগিয়ে আপনাদের কাছে এসেছি। প্রার্থী কে হবেন, তার সিদ্ধান্ত নেবেন আপনারা। এদিন ফের একবার অভিষেক ব্যানার্জি জনিয়ে দেন, শুধু গোপন ব্যালটই নয়, প্রার্থী বাছাইয়ের জন্য ফোন করেও ভোট দেওয়া যাবে। 

এদিন ফের একবার একাধিক ইস্যুতে বিজেপিকেও তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ২০১৯ এর ভোট হয়েছে ধর্মের ভিত্তিতে। তাঁর অভিযোগ, ৯ বছর ক্ষমতায় থাকার পরেও কোচবিহারের মানুষের স্বার্থে বিজেপি একটিও কাজ করেনি। পাল্টা তিনি একুশের ভোটের পর রাজ্যের কাজের খতিয়ানও দেন জনসভা থেকে। 

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }