বাংলার জয় হয়েছে! তৃণমূল কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট অভিষেকের

দলীয় কর্মী-সমর্থকদের শুভেচ্ছা-বার্তা দিতে সোমবার ট্যুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি

বাংলার জয় হয়েছে! এভাবেই শুরু করলেন তাঁর অভিনন্দন-বার্তা। একুশের ভোট-ফলাফল প্রকাশিত। বিজয়ী বাংলার মেয়ে। এই জয়ের পিছনে রয়েছে তৃণমূল কর্মীদের কঠোর পরিশ্রম। তাই দলীয় কর্মী-সমর্থকদের শুভেচ্ছা-বার্তা দিতে সোমবার ট্যুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।

ট্যুইট-বার্তায় লিখলেন, বাংলার জয় হয়েছে! ধন্যবাদ জানাই সেই সব মানুষকে যারা মমতা ব্যানার্জিকে জয়যুক্ত করেছেন। এরপরই তৃণমূল কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম এবং দলের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা। এই জয়ের পিছনে আপনাদের কঠোর পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। সবাইকে আমার শুভেচ্ছা!

রবিবার ভোটের ফল প্রকাশ হয়েছে। কিন্তু এই প্রথম দলীয় জয় নিয়ে মুখ খুললেন অভিষেক ব্যানার্জি। গতকাল ফল প্রকাশের আগেই স্পষ্ট হয়ে গিয়েছে বঙ্গে আগামী ৫ বছরে সবুজ ঝড় বিদ্যমান। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ হয়ে লড়াইয়ে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল নেত্রী। এবং সেখানে তাঁর হার হয়। এটুকু বাদ দিলে কার্যত গোটা রাজ্যেই তৃণমূল-ঝড়।

Comments are closed.