গোলপার্ক থেকে হাজরা পদযাত্রা অভিষেকের, বিজেপিকে তীব্র আক্রমণ
দক্ষিণ কলকাতায় অভিষেকের পদযাত্রায় মানুষের ঢল
বিবেকানন্দের জন্মদিনে দক্ষিণ কলকাতায় পদযাত্রা করলেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিন সকালে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে গিয়ে মাল্যদান করেন অভিষেক।
তারপর গোলপার্ক থেকে পদযাত্রা করে হাজরা আসেন। তারপর হাজরায় একটি মঞ্চে সংক্ষিপ্ত বক্তৃতা দেন তিনি। পদযাত্রায় অভিষেকের পাশাপাশি ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, নেতা দেবাশিষ কুমার প্রমুখ।
এদিন পদযাত্রায় ভিড় হয়েছিল চোখে পড়ার মত।