দিল্লির কর্মসূচিতে যোগদান করবই, পারলে আটকে দেখান; ইডির তলবের পাল্টা অভিষেক 

ইডির তলবে ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে যাবেন না। দিল্লিতে তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচিতেই উপস্থিত থাকবেন। শুক্রবার ট্যুইট করে জানিয়ে দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গে বেছে বেছে দলীয় কর্মসূচির দিনই তাঁকে তলব নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নিয়েছেন অভিষেক ব্যানার্জি। 

আগামী ২ এবং ৩ অক্টোবর কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, ১০০ দিনের বকেয়া টাকার দাবি সহ একগুচ্ছ ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের।  ৩ অক্টোবর কৃষিভবন অভিযান করবে তৃণমূল। যার নেতৃত্ব দেওয়ার কথা অভিষেক ব্যানার্জির। আর একই দিনেই কলকাতায় ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিষেক ব্যানার্জিকে। যা নিয়ে এদিন ফের একবার কেন্দ্রকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ। 

এদিন অভিষেক ব্যানার্জি একটি পোস্টে লিখেছেন, যতই বাধা আসুক না কেন, বাংলার বঞ্চনার প্রতিবাদে লড়াই জারি থাকবে। বাংলার শ্রমজীবী মানুষদের অধিকারের দাবিতে যে লড়াই শুরু করেছি, পৃথিবীর কোনও শক্তি আটকাতে পারবে না। ২ এবং ৩ অক্টোবর দিল্লির কর্মসূচিতে যোগ দেব, পারলে আটকে দেখান। ইডিকে চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির। 

Comments are closed.